/anm-bengali/media/media_files/Q9OYbmXac9RSnguddfsY.jpg)
নিজস্ব সংবাদদাতা : পাহাড়ে বৃ্ষ্টি যেন এক আলাদা আকর্ষণ। এমনিতেই ভূস্বর্গ পর্যটকদের কাছে অতুলনীয় একটি পর্যটন কেন্দ্র, তার ওপর বৃষ্টি হলে তো আর কথাই নেই। বৃহস্পতিবার বৃষ্টি শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায়। তার ওপর পড়ছে শিলও। রাস্তায় বরফ কেটে এগিয়ে চলেছে গাড়ি। আকাশ মেঘলা থাকায় কম দৃশ্য মান্যতা। যেকারমে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। দেখুন সেই বৃষ্টির মুহূর্ত। রইলো ভিডিও।
#WATCH | Hailstorm lashes Kupwara district of Jammu & Kashmir pic.twitter.com/tAnFA2hdbf
— ANI (@ANI) May 25, 2023