হ্যাক! ইমেল পেয়েছেন বাম নেতাও, কী বললেন?

বাম নেতার ওপরেও নজরদারি! কেন ঘটছে এমন? ব্য়াখ্যার দাবি।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaa

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের ওপর সরকারের নজরদারি! ফোন ও ইমেল হ্যাকের চেষ্টা! সকাল থেকেই বিরোধী শিবিরে এ নিয়ে হাওয়া গরম। এবার মুখ খুললেন সিপিআইএম নেতা  সীতারাম ইয়েচুরি। তার আইফোনে অবশ্য মেসেজ এসেছে গত রাতেই। তিনি বলেন, "গত রাতে আমি অ্যাপলের কাছ থেকে একটি ইমেল পেয়েছি যাতে উল্লেখ করা হয়েছে যে 'রাষ্ট্র-স্পন্সর' নজরদারি করা হচ্ছে এবং আপনার ফোন এবং সমস্ত সিস্টেম হ্যাক করা হচ্ছে এবং এর সাথে মোকাবিলা করা কঠিন। আমাদের সংবিধান অনুসারে গোপনীয়তা প্রতিটি নাগরিকের অধিকার।কেন এটি করা হচ্ছে সে সম্পর্কে কেন্দ্রকে একটি ব্যাখ্যা দিতে হবে।"

hiring 2.jpeg