New Update
/anm-bengali/media/media_files/iwdZsCL12ba17HPTiTeg.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতের নির্বাচন কমিশন (ECI)-এর বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আনা সমস্ত অভিযোগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আজ একথা স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''রাহুল গান্ধীকে হয় একটি হলফনামা জমা দিতে হবে, অথবা দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এখানে তৃতীয় কোনও বিকল্প নেই। যদি ৭ দিনের মধ্যে হলফনামা না পাওয়া যায়, তাহলে এর অর্থ এটাই ধরে নেওয়া হবে যে রাহুল গান্ধীর সমস্ত অভিযোগই আসলে ভিত্তিহীন।" উল্লেখ্য কিছুদিন আগেই রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে, বিহারের ভোটার তালিকায় কারচুপি হয়েছে এবং সেখানে 'ভোট চুরি'র চেষ্টা করা হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/19/vNbX4KvXiCiBudekiGtD.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us