নিজস্ব সংবাদদাতা : সংবিধান অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই সংসদ সদস্য (MP) এবং বিধায়ক (MLA) নির্বাচনের জন্য ভোট দিতে পারেন,আজ একথা একেবারে স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে, ভারতের সংবিধান অনুযায়ী, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এমপি (MP) এবং এমএলএ (MLA) নির্বাচনের জন্য ভোট দিতে পারেন। অন্য দেশের নাগরিকদের বা অনুপ্রবেশকারীদের এই অধিকার নেই।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/19/vNbX4KvXiCiBudekiGtD.jpg)
এরপর তিনি আরও বলেন,''যদি এমন কোনও ব্যক্তি গণনা ফর্ম পূরণ করে থাকেন, তাহলে এসআইআর/SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার সময় কিছু কিছু নথি জমা দিয়ে তাদেরকে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর প্রমান না পাওয়া গেলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।"
শুধু ভারতীয়রাই ভোট দেবেন,অনুপ্রবেশকারীরা নয় ! ভোটার তালিকা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন জ্ঞানেশ কুমার
কি বললেন জ্ঞানেশ কুমার ?
নিজস্ব সংবাদদাতা : সংবিধান অনুযায়ী শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই সংসদ সদস্য (MP) এবং বিধায়ক (MLA) নির্বাচনের জন্য ভোট দিতে পারেন,আজ একথা একেবারে স্পষ্ট ভাবেই জানিয়ে দিলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে, ভারতের সংবিধান অনুযায়ী, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এমপি (MP) এবং এমএলএ (MLA) নির্বাচনের জন্য ভোট দিতে পারেন। অন্য দেশের নাগরিকদের বা অনুপ্রবেশকারীদের এই অধিকার নেই।"
এরপর তিনি আরও বলেন,''যদি এমন কোনও ব্যক্তি গণনা ফর্ম পূরণ করে থাকেন, তাহলে এসআইআর/SIR (Special Intensive Revision) প্রক্রিয়ার সময় কিছু কিছু নথি জমা দিয়ে তাদেরকে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। পূর্ণাঙ্গ তদন্তের পর প্রমান না পাওয়া গেলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।"