ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্যই মেশিন রিডেবল ভোটার তালিকা নিষিদ্ধ ! বড় তথ্য তুলে ধরলেন জ্ঞানেশ কুমার

কি বললেন জ্ঞানেশ কুমার ?

author-image
Debjit Biswas
New Update
Gyanesh kumar

নিজস্ব সংবাদদাতা : এবার মেশিন রিডেবল ভোটার তালিকা নিষিদ্ধ করার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''প্রথমেই আমাদেরকে মেশিন-রিডেবল ভোটার তালিকা এবং সার্চেবল ভোটার তালিকার মধ্যে পার্থক্য বুঝতে হবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উপলব্ধ ভোটার তালিকাটি আপনি ইপিক নম্বর (EPIC) দিয়ে সার্চ করতে পারেন। এটি ডাউনলোডও করা যায়। কিন্তু একে মেশিন-রিডেবল বলা হয় না।"

Eci

এরপর তিনি বলেন,''মেশিন রিডেবল তালিকার বিষয়ে ২০১৯ সালে সুপ্রিম কোর্টও গভীরভাবে অধ্যয়ন করেছিল এবং এতে সুপ্রিম কোর্ট দেখতে পায় যে, একটি মেশিন-রিডেবল নির্বাচনী রোল প্রদান করলে তারফলে ভোটারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে। এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে এবং এটি ২০১৯ সাল থেকেই কার্যকর রয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল ভোটারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, যা তাদের সাংবিধানিক অধিকার।"