ঠিকানায় রয়েছে শুন্য ! আসল রহস্য খোলসা করে বললেন জ্ঞানেশ কুমার

কি বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ?

author-image
Debjit Biswas
New Update
Gyanesh kumar

নিজস্ব সংবাদদাতা : কি কারণে কিছু ভোটার কার্ডের ঠিকানায় শুন্য লেখা রয়েছে এবার সেই বিষয়েই বড় তথ্য তুলে ধরলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন,''আপনারা জানেন যে এই দেশে কোটি কোটি মানুষের বাড়ির ঠিকানার সামনে শূন্য লেখা রয়েছে। কারণ, তাদের পঞ্চায়েত বা পৌরসভা তাদের বাড়ির কোনও নম্বরই দেয়নি। শহরের যেসব এলাকায় অনুমোদনহীন কলোনি রয়েছে, সেখানেও বাসিন্দাদের কোনও নম্বর নেই। তাহলে তারা নিজেদের ফর্মে কী ঠিকানা লিখবেন?" এরপর তিনি বলেন,''এই সমস্যার সমাধানের জন্যই নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, যদি এমন কোনও ভোটার থাকেন, তবে কমিশন অবশ্যই তার পাশে দাঁড়াবে এবং তাকে একটি কাল্পনিক নম্বর দেবে। কম্পিউটারে ঠিকানার জায়গায় শূন্য লেখা থাকলেও তার অর্থ এই নয় যে তিনি ভোটার নন।''

Gyanesh kumar

তিনি আরও বলেন,''দেশের একজন ভোটার হওয়ার শর্তে আপনার ঠিকানা ততটাও গুরুত্বপূর্ণ নয়, যতটা আপনার নাগরিকত্ব এবং ১৮ বছর বয়স পূর্ণ হওয়া গুরুত্বপূর্ণ। একইসঙ্গে, আপনি আপনার বুথের কাছাকাছি অঞ্চলে আপনি বাস করেন কিনা, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।'' উল্লেখ্য, যেসমস্ত মানুষদের কোনও ঘরবাড়িই নেই তাদের ঠিকানার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।