নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি গুজরাটের আমেদাবাদের কয়েকটি এলাকায় বেশকিছু আপত্তিকর পোস্টার লাগানো নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এসমস্ত পোস্টারে মূলত পার্টিতে যাওয়া মেয়েদের বেশকিছু উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই ব্যানারগুলিতে দাবি করা হয়েছে যে এগুলি ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে লাগানো হয়েছে।
গতকাল আমেদাবাদের বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ব্যানারগুলির খবর ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত পুলিশের নজরে আসে। পরে জানা যায় এই পোস্টারগুলি 'ভিজিল্যান্স গ্রুপ' নামের একটি সংস্থা লাগিয়েছিল। এ বিষয়ে আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক শাখা), সাফিন হাসান জানান, "কমিশনার এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ব্যানারগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/28/8u3IilkiHS3W1ASSQaqY.jpeg)
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে আমেদাবাদ সিটি ট্র্যাফিক পুলিশ শুধুমাত্র ট্র্যাফিক সচেতনতা বিষয়ক পোস্টার লাগানোর জন্য ওই ভিজিল্যান্স গ্রুপকে অনুমতি দিয়েছিল। কিন্তু তারা সেই অনুমতির বাইরে গিয়ে এইসমস্ত আপত্তিকর বিষয়বস্তু যুক্ত এই ব্যানারগুলি লাগিয়েছে।
ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে আপত্তিকর ব্যানার ! দ্রুত তদন্তের নির্দেশ দিল গুজরাট পুলিশ
কি জানালো গুজরাট পুলিশ ?
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি গুজরাটের আমেদাবাদের কয়েকটি এলাকায় বেশকিছু আপত্তিকর পোস্টার লাগানো নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এসমস্ত পোস্টারে মূলত পার্টিতে যাওয়া মেয়েদের বেশকিছু উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, এই ব্যানারগুলিতে দাবি করা হয়েছে যে এগুলি ট্রাফিক পুলিশের তত্ত্বাবধানে লাগানো হয়েছে।
গতকাল আমেদাবাদের বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় এই ব্যানারগুলির খবর ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত পুলিশের নজরে আসে। পরে জানা যায় এই পোস্টারগুলি 'ভিজিল্যান্স গ্রুপ' নামের একটি সংস্থা লাগিয়েছিল। এ বিষয়ে আহমেদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার (ট্র্যাফিক শাখা), সাফিন হাসান জানান, "কমিশনার এই ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ব্যানারগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।"
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে আমেদাবাদ সিটি ট্র্যাফিক পুলিশ শুধুমাত্র ট্র্যাফিক সচেতনতা বিষয়ক পোস্টার লাগানোর জন্য ওই ভিজিল্যান্স গ্রুপকে অনুমতি দিয়েছিল। কিন্তু তারা সেই অনুমতির বাইরে গিয়ে এইসমস্ত আপত্তিকর বিষয়বস্তু যুক্ত এই ব্যানারগুলি লাগিয়েছে।