নিজস্ব সংবাদদাতা: ‘আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল’, এই চিরাচরিত মন্ত্রের সাথে আমরা পরিচিত প্রায় প্রত্যেকেই। ছোট থেকে মুখে মুখে এই ছড়া বলেছি আমরা। ন্যাড়া পোড়ার মত আনন্দেও মেতে উঠেছি। আর তার পরের দিনই পিচকারি হাতে, আবির হাতে বেড়িয়ে ছোট বড় সকলে মিলে খেলেছে দোল বা হোলি।
/anm-bengali/media/media_files/2025/03/13/4wrac-928439.png)
বাংলায় যাহা দোল তা অন্যান্য জায়গায় হোলি হিসেবেই পরিচিত। আর ন্যাড়া পোড়াকে অনেক জায়গায় বলা হয় ‘হোলিকা দহন’। গুজরাটের গান্ধীনগরে দেখা গেল তেমনই বড় আকারের ‘হোলিকা দহন’।