New Update
/anm-bengali/media/media_files/2025/03/28/0saEIgUZRXya0lBRXQ9T.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আজ গুজরাত হাইকোর্ট স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপুকে, ধর্ষণ মামলায় তিন মাসের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে। মূলত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তার এই জামিন আবেদন গ্রহণ করা হয়। এখানে উল্লেখ্য, আসারাম বাপু দীর্ঘদিন ধরেই কারাগারে রয়েছেন এবং একাধিক ধর্ষণ মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/03/28/BeUr8LAE751WWt1oKXVd.jpeg)
তবে তাঁর আইনজীবীরা দাবি করেছেন যে, তার শারীরিক অবস্থা সংকটজনক, তাই চিকিৎসার স্বার্থে তাকে জামিন দেওয়া প্রয়োজন। আদালত এই যুক্তি মেনে নিয়েই আসারাম বাপুকে সাময়িক জামিন দিয়েছে।
Gujarat High Court grants three-month temporary bail to self-proclaimed godman Asaram Bapu in a rape case. This was granted to him on medical grounds.
— ANI (@ANI) March 28, 2025
(File photo) pic.twitter.com/rxf3inzr7E
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us