সন্ত্রাসবাদী হামলার ছক ভেস্তে দিল গুজরাট ATS

এক বছর নজরদারিতে থাকার পর তিন অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, দেশের বিভিন্ন প্রান্তে হামলার পরিকল্পনা।

author-image
Aniket
New Update
breaking new 2

নিজস্ব সংবাদদাতা: দেশের নিরাপত্তা ব্যবস্থায় বড় সাফল্য অর্জন করেছে গুজরাট ATS (Anti-Terrorism Squad)। এক বছরেরও বেশি সময় নজরদারিতে রাখার পর সংস্থাটি তিন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাদের বিরুদ্ধে অস্ত্র সরবরাহ ও সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার অভিযোগ উঠেছে।

ATS সূত্রে জানা গেছে, এই তিনজনকে আহমেদাবাদে অস্ত্র সরবরাহের সময় হাতে-নাতে ধরা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা দেশের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র ও দিল্লি অঞ্চলে, ধারাবাহিক হামলার পরিকল্পনা করছিল।

গুজরাট ATS জানিয়েছে, গত এক বছর ধরে এই সন্দেহভাজনদের ওপর গোপন নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে শনিবার রাতে একটি বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটি জানিয়েছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

এখন তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন, এদের পেছনে থাকা বৃহত্তর নেটওয়ার্ক ঠিক কোথায় সক্রিয়, এবং বিদেশি সংযোগ আছে কি না। গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও যুক্ত হয়েছে।