/anm-bengali/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-5-pm-2025-08-31-17-01-02.png)
নিজস্ব সংবাদদাতা: জিএসটির দুই-স্তর কাঠামো নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। শনিবার মাইসুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এই কাঠামো কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে।
সিদ্ধারামাইয়া বলেন, “আমরা কর কাঠামোর যুক্তিকরণকে স্বাগত জানাই। তবে আমাদের প্রধান লক্ষ্য রাজস্ব রক্ষা করা। কেন্দ্রীয় সরকারের যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, তা কিন্তু রাজ্যগুলিকেও প্রভাবিত করবে। ১৫ হাজার কোটি টাকা কোনো ছোট অঙ্ক নয়।”
তিনি আরও জানান, ইতিমধ্যেই আটটি রাজ্যের প্রতিনিধিরা দিল্লিতে বৈঠক করে এই বিষয়ে আলোচনা করেছেন। সেই বৈঠকে রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার জন্য সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় হয়। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যগুলির উন্নয়ন প্রকল্পে এই ঘাটতি মারাত্মক প্রভাব ফেলতে পারে।
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমানে চার-স্তরীয় জিএসটি কাঠামো থেকে দুই-স্তরে নামিয়ে আনার পরিকল্পনা কর সংক্রান্ত জটিলতা কমাতে পারে। তবে এর ফলে রাজস্ব আদায়ে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্র জিএসটি কাঠামো সরলীকরণের পক্ষে সওয়াল করেছে। যদিও বেশ কয়েকটি রাজ্য আশঙ্কা প্রকাশ করেছে যে, রাজস্ব ক্ষতির ভার শেষ পর্যন্ত তাঁদের ওপরই চাপবে। এই প্রেক্ষাপটে সিদ্ধারামাইয়ার মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us