“সাধারণ মানুষের স্বার্থেই জিএসটি কাঠামো, স্বাস্থ্য খাতে বড় ছাড়ের কথা জানালেন পীযূষ গোয়েল”

কি বললেন পীযূষ গোয়েল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-04 9.48.31 PM

নিজস্ব সংবাদদাতা: জিএসটি সংস্কার নিয়ে সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, “যাঁরা প্রশ্ন তোলেন তাঁরা ভারতীয় সমাজের চাহিদা সম্পর্কে যথেষ্ট অবগত নন। দেশের বড় অংশের মানুষকে স্বল্প মূল্যে পণ্য দিতে হয়, তাই ৫% জিএসটি হার রাখা হয়েছে। সাধারণ মানুষের সমস্ত প্রয়োজনীয় পণ্য এই হারেই রয়েছে।”

মন্ত্রী আরও জানান, কিছু পণ্য ১৮% হারে এবং কিছু পণ্য ৪০% হারে করের আওতায় আছে। এর মাধ্যমে গরিব মানুষের জন্য ব্যবহৃত পণ্যে ভর্তুকি দেওয়া সম্ভব হয়। ৪০% হারে কর আরোপিত পণ্য এমন যে, তা কম দামে পাওয়া সমাজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Screenshot 2025-09-04 9.41.15 PM

স্বাস্থ্য খাতে জিএসটি ছাড়ের দিকেও জোর দেন গয়াল। তাঁর বক্তব্য অনুযায়ী, বহু জীবনরক্ষাকারী ওষুধ শূন্য শুল্কে আনা হয়েছে, একাধিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য ওষুধের শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিমার ওপর জিএসটি নামানো হয়েছে শূন্যে, এবং জীবনবিমার ক্ষেত্রেও হার ১৮% থেকে নামিয়ে শূন্য করা হয়েছে।