/anm-bengali/media/media_files/2025/09/04/screenshot-2025-09-04-1-pm-2025-09-04-21-48-52.png)
নিজস্ব সংবাদদাতা: জিএসটি সংস্কার নিয়ে সমালোচনার জবাব দিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, “যাঁরা প্রশ্ন তোলেন তাঁরা ভারতীয় সমাজের চাহিদা সম্পর্কে যথেষ্ট অবগত নন। দেশের বড় অংশের মানুষকে স্বল্প মূল্যে পণ্য দিতে হয়, তাই ৫% জিএসটি হার রাখা হয়েছে। সাধারণ মানুষের সমস্ত প্রয়োজনীয় পণ্য এই হারেই রয়েছে।”
মন্ত্রী আরও জানান, কিছু পণ্য ১৮% হারে এবং কিছু পণ্য ৪০% হারে করের আওতায় আছে। এর মাধ্যমে গরিব মানুষের জন্য ব্যবহৃত পণ্যে ভর্তুকি দেওয়া সম্ভব হয়। ৪০% হারে কর আরোপিত পণ্য এমন যে, তা কম দামে পাওয়া সমাজের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/04/screenshot-2025-09-04-95-pm-2025-09-04-21-41-40.png)
স্বাস্থ্য খাতে জিএসটি ছাড়ের দিকেও জোর দেন গয়াল। তাঁর বক্তব্য অনুযায়ী, বহু জীবনরক্ষাকারী ওষুধ শূন্য শুল্কে আনা হয়েছে, একাধিক চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য ওষুধের শুল্ক কমানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিমার ওপর জিএসটি নামানো হয়েছে শূন্যে, এবং জীবনবিমার ক্ষেত্রেও হার ১৮% থেকে নামিয়ে শূন্য করা হয়েছে।
#WATCH | GST Reforms | Union Minister of Commerce and Industry, Piyush Goyal says, "I think the naysayers or the people who raise this question are very uninformed about the needs of Indian society. We have a large section of people who need to receive goods at a very low price.… pic.twitter.com/wQBDYqAeyX
— ANI (@ANI) September 4, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us