/anm-bengali/media/media_files/2025/09/22/screenshot-2025-09-22-10-am-2025-09-22-10-49-52.png)
নিজস্ব সংবাদদাতা: নতুন জিএসটি সংস্কার কার্যকর হওয়ার ফলে দেশের বাজারে পণ্যমূল্য উল্লেখযোগ্যভাবে কমবে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ ও কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খাণ্ডেলওয়াল। তাঁর দাবি, করহার হ্রাসের ফলে বিভিন্ন পণ্যের দাম ১৫-২০ শতাংশ পর্যন্ত কমে যাবে এবং এর ফলে প্রতিটি পরিবারের বাজেট বিশেষ করে গৃহস্থ মহিলাদের মাসিক খরচের চাপ অনেকটাই হালকা হবে। তিনি বলেন, “এই কর সংস্কার দেশের সাধারণ মানুষের জন্য এক বড় উপহার, যা সমাজের প্রতিটি শ্রেণিকে উপকৃত করবে।” খাণ্ডেলওয়াল আরও জানান, এই উদ্যোগকে দেশজুড়ে ‘বচত উৎসব’ হিসেবে উদ্যাপন করা হচ্ছে, কারণ এতে কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে নারী ও যুবক—সবাই সরাসরি উপকৃত হবেন।
/anm-bengali/media/post_attachments/50a64ec5-6eb.png)
#WATCH Delhi: On the implementation of GST reforms, BJP MP & Confederation of All India Traders (CAIT) Secretary General, Praveen Khandelwal says, "The gift by slashing GST rates will definitely bring down the prices of goods by 15-20%. We are celebrating this across the country… pic.twitter.com/SK2QDslazH
— ANI (@ANI) September 22, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us