New Update
/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, আগামী ২২ জুন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে।
53rd meeting of the GST Council will be held on 22nd June in New Delhi pic.twitter.com/YQWR14LsH4
— ANI (@ANI) June 13, 2024
জিএসটি কাউন্সিল সচিবালয় জানিয়েছে, "জিএসটি কাউন্সিলের ৫৩ তম বৈঠক ২২ জুন, ২০২৪ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে।"
/anm-bengali/media/media_files/wWqsReo4FDXHzMeBMzIE.jpg)
সূত্রে খবর, সভার আলোচ্যসূচি এখনও কাউন্সিল সদস্যদের মধ্যে প্রচারিত হয়নি। লোকসভা ভোটের পর এটাই হবে কাউন্সিলের প্রথম বৈঠক।
/anm-bengali/media/post_banners/IdPWaOAf5n4oq3bPb6uI.jpg)
প্রসঙ্গত, ৪ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং ৯ জুন নতুন মোদী সরকারে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন সীতারামন। ২০২৩ সালের ৭ অক্টোবর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের নিয়ে গঠিত জিএসটি কাউন্সিলের ৫২তম বৈঠক অনুষ্ঠিত হয়।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us