মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা

আইএসএস যাত্রার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ করলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
GzMJ81DWUAIkJKG

নিজস্ব সংবাদদাতা: ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (ISS) উদ্দেশ্যে রওনা হতে চলা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে শুক্লার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুভাংশু শুক্লাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “উত্তরপ্রদেশ তথা গোটা দেশের গর্ব শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক যাত্রা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

শুভাংশু শুক্লা দেশের মহাকাশ গবেষণা অভিযানে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছেন। তাঁর পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শুক্লার সফলতা কামনা করেন।