/anm-bengali/media/media_files/1CNRBMJOe8TqW4asAYaK.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ২৪ অক্টোবর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরের জন্মদিন। বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের বার্তায় তিনি অনুরাগকে লিখেছেন,''কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি খেলাধূলায় ভারতের অগ্রগতি আরও বাড়াতে এবং আমাদের যুবশক্তিকে বিভিন্ন জাতি গঠনের প্রচেষ্টায় সংহত করার জন্য উদ্যমীভাবে কাজ করছেন। তিনি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন।''
মোদীর পোস্ট শেয়ার করে ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্টে অঙ্গীকার করলেন অনুরাগ ঠাকুর। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন,''হৃদয়গ্রাহী শুভেচ্ছার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অটুট সমর্থন এবং দিকনির্দেশনা সর্বদা আমার শক্তি।আমি অক্লান্ত পরিশ্রম করে দেশ গঠনে অবদান রাখার অঙ্গীকার করছি। জয় হিন্দ।''
Thank you so much for the heartwarming wishes, Hon’ble Prime Minister @narendramodi Ji.
— Anurag Thakur (@ianuragthakur) October 24, 2023
Your encouragement fuels my passion to contribute more to our nation and your unwavering support and guidance have always been my strength.
I pledge to keep working tirelessly and… https://t.co/NofHXDCClJ
/anm-bengali/media/post_attachments/U6oWfK73bRcisdAafI04.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us