/anm-bengali/media/media_files/2025/02/06/1000153543.jpg)
নিজস্ব সংবাদদাতা : গ্রীস এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে। গ্রীক পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রিটিস বুধবার এক মন্তব্যে বলেন, "গ্রীস এবং ভারতের সম্পর্ক গত কয়েক বছরে অসাধারণভাবে শক্তিশালী হয়েছে।" তিনি আরও জানান, দুই দেশের সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিতে গ্রীস বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে পর্যটন, সংস্কৃতি এবং বাণিজ্যিক সম্পর্কের উন্নতির চেষ্টা চালাবে।
/anm-bengali/media/media_files/2025/02/06/1000153545.jpg)
গ্রীস ভারতের কণ্ঠস্বরকে জাতিসংঘে আরও শক্তিশালী করতে এবং ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে নির্ভরযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহী। জেরাপেট্রিটিস আরও জানান, গ্রীস-ভারতের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে বিবেচনা করছে।
#WATCH | Delhi | Greek Foreign Affairs Minister George Gerapetritis says, "In the last couple of years, the bilateral relations between Greece and India have been upscaled tremendously...We would like to upscale our bilateral relations in all respects, including tourism, culture,… pic.twitter.com/p6yGA8zzIr
— ANI (@ANI) February 6, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us