আন্ডারওয়ার্ল্ড! বিরাট সাফল্য পুলিশের

অপরাধী দমনে ফের সাফল্য পেল মুম্বই পুলিশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ন,ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপে মুম্বই পুলিশ দুর্দান্ত সাফল্য পেয়েছে। সূত্রে খবর, মহারাষ্ট্র পুলিশ থানে থেকে হামলাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে ছোট শাকিল গ্যাংয়ের শ্যুটার লাইক আহমেদ ফিদা হুসেন শেখকে (৫০) গ্রেফতার করে পাইধুনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, '২৯ জুলাই থানে রেলস্টেশনের কাছ থেকে লাইক নামে ওই বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনের গ্যাংয়ের এক সদস্যের হত্যা মামলায় শেখ অভিযুক্ত।'