জম্মু-কাশ্মীরের নিরাপত্তা-সন্ত্রাসবাদ, কী বললেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী?

জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীর নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রশ্নের উত্তরে বুধবার অর্থাৎ আজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, "রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।"

জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, '২০১৯ সালে সন্ত্রাসী হামলার ঘটনা ১৫৬ থেকে কমে ২০২৩ সালে ৪৬-এ নেমে এসেছে। ২০১৯ সালে সন্ত্রাসী হামলা ও এনকাউন্টারে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা ছিল ৪৪ জন এবং ২০২৩ সালে তা হয়েছে ১৪ জন।' 

ad11rain

aad

aad