New Update
/anm-bengali/media/media_files/2fa9fSUEnVWt55kkmzrh.jpg)
নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুজো, ছট ও দীপাবলির ছুটি কমিয়ে দেওয়া নিয়ে নিজেদের আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল বিহার সরকার। রাজ্যের সব স্কুল-কলেজে দুর্গাপুজোর ছুটি ৬ দিন থেকে কমিয়ে ৩ দিন করেছিল নীতিশ কুমারের সরকার। ছটপুজো দীপাবলির ছুটিও কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। সব মিলিয়ে বিহারে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ২৩ দিন থেকে কমিয়ে ১১ দিন করে দিয়েছিল রাজ্য সরকার। এবার সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us