৮৫,০০০ কোটি টাকার চুক্তির অনুমোদন দিল কেন্দ্র ! আরও শক্তিশালী হবে ভারতীয় বায়ু সেনা

কি পদক্ষেপ নিল কেন্দ্র সরকার ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় বায়ু সেনাকে আরও শক্তিশালী করতে এবার এক বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। আজ ভারতীয় বিমান বাহিনীর জন্য ৯৭টি দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক ১এ (Tejas Mk-1A) যুদ্ধবিমান এবং ৬টি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (AEW&C) এয়ারক্রাফট কেনার জন্য, প্রায় ৮৫,০০০ কোটি টাকার চুক্তির অনুমোদন দিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের এই পদক্ষেপকে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং স্বনির্ভরতা বাড়ানোর ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই চুক্তির পর আরও শক্তিশালী হয়ে উঠবে ভারতীয় বায়ু সেনা। 

IAF1