মিজোরামের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদে রাজ্যপালের শাসন জারি

রাজ্যপালের শাসন জারি।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-08 9.36.22 PM

File Picture

নিজস্ব সংবাদদাতা: মিজোরামের চাকমা স্বশাসিত জেলা পরিষদ (CADC)-এ ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে তিনটি সিভিল সোসাইটি সংগঠন রাজ্যপাল ভি.কে. সিংয়ের কাছে একটি আবেদন জমা দেয়। অভিযোগে বলা হয়, বর্তমান প্রশাসনের আমলে শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে এবং কোনো উন্নয়নমূলক কাজই হয়নি।

Screenshot 2025-07-08 9.37.23 PM

রাজভবন সূত্রে জানা গেছে, রাজ্যপাল এই অভিযোগের তদন্ত করেন এবং দেখতে পান, অধিকাংশ পরিষদ সদস্য প্রায় প্রতিদিন রাজনৈতিক দল পরিবর্তন করছেন। এই সমস্ত বিষয় বিবেচনা করে রাজ্যপাল CADC-কে ভেঙে দিয়ে সেখানে রাজ্যপালের শাসন জারি করেন।

এদিকে মিজোরামের শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট (ZPM) এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের দাবি, রাজ্যপালের এই পদক্ষেপ জনগণের মতামতের বিরুদ্ধে গেছে এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।