জেলবন্দি মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করল রাজ্যপাল

সেন্থিল বালাজির পদত্যাগ অনুমোদন করল রাজ্যপাল।

author-image
Aniruddha Chakraborty
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার অর্থাৎ আজ রাজ্যপাল আর এন রবি জেলবন্দি তামিলনাড়ুর মন্ত্রী এবং ডিএমকে নেতা ভি সেন্থিল বালাজির মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ অনুমোদন করেছেন। সোমবার মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন সেন্থিল বালাজি।

ডিএমকে বিধায়ক তথা দফতরবিহীন মন্ত্রী ভি সেন্থিলবালাজি, যিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তে আর্থিক তছরুপের মামলায় গত বছরের ১৪ জুন থেকে কারাগারে রয়েছেন, সোমবার রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

add 4.jpeg

গত বছরের জুন মাস পর্যন্ত বিদ্যুৎ ও মদ নিষিদ্ধকরণ মন্ত্রীর দায়িত্ব পালন করা বালাজি গ্রেফতারের পর থেকে দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে রয়েছেন।

cityaddnew

ডিএমকে-র প্রভাবশালী এই নেতার গ্রেফতারি এবং মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় তাঁকে বহাল রাখার সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে উত্তপ্ত বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

aad

aad