গুরু নানকের জন্মবার্ষিকীতে পাঞ্জাববাসী ও দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া

“গুরু নানক মানবতাকে ধর্ম, কর্তব্য ও আদর্শ জীবনের পথে জাগ্রত করেছিলেন— আজও দেশ তাঁর শিক্ষায় জীবন্ত,” বললেন পাঞ্জাবের রাজ্যপাল।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-05 11.41.57 PM

নিজস্ব সংবাদদাতা: চণ্ডীগড়ে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া। তিনি বলেন, “যেভাবে গুরু নানক সমগ্র মানবতাকে ধর্ম, কর্তব্য ও আদর্শ জীবনের পথে জাগ্রত করেছিলেন, আজও দেশ সেই শিক্ষার আলোয় বেঁচে আছে।”

রাজ্যপাল আরও বলেন, “গুরু নানকের জন্মবার্ষিকীতে আমি পাঞ্জাব ও সমগ্র দেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই দিন শুধু পাঞ্জাবের জন্য নয়, সারা বিশ্বের মানুষের জন্য এক বিশেষ উপলক্ষ। পৃথিবীর এমন কোনো স্থান নেই, যেখানে এই দিনটি উদ্‌যাপিত হচ্ছে না।”