/anm-bengali/media/media_files/SfXPuwwJjb4m6WL1e5WU.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া শনিবার আনেকাল শহরের আত্তিবেলেতে একটি আতশবাজির দোকানে আগুন লেগে ১৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী টুইটারে বলেন, 'বেঙ্গালুরু শহরের আনেকালের কাছে একটি আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। আমি রবিবার অর্থাৎ আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করতে যাব। নিহত শ্রমিকদের পরিবারের প্রতি আমার সমবেদনা।'
Bengaluru | Government of Karnataka to provide Rs 5 lakh compensation to the families of those who died in the Anekal fireworks disaster: Karnataka Deputy CM DK Shivakumar
— ANI (@ANI) October 7, 2023
Dy CM DK Sivakumar visited the site of the firework disaster in Anekal in which 13 people died on Saturday… pic.twitter.com/627DQAaRr6
দমকলের আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোর জন্য বেশ কয়েকটি দমকলের গাড়ি পাঠানো হয় এবং আগুন নেভানো হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, "শনিবার বিকেলে হঠাৎ একটি আতশবাজির দোকানে আগুন লাগে। দোকানটি মহাসড়কের ঠিক পাশেই নির্মিত হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই আতশবাজির দোকানে আগুন ধরে যায়। আতশবাজির দোকানের পাশে থাকা গুদামেও আগুন ধরে যায়। শনিবার রাতের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।"
কর্মকর্তারা জানিয়েছেন, আগুনে সাতটি দুই চাকার গাড়ি, একটি কন্টেইনার লরি ও আরও তিনটি গাড়ি পুড়ে গেছে।
এই বিষয়ে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার জানিয়েছেন, আনেকাল শহরে আতশবাজি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কর্ণাটক সরকার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us