ফলভরা আপেল গাছ কাটার বিরুদ্ধে সরকার: সিমলায় মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

কি বললেন সুখবিন্দর সিং সুখু?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Sukhvinder Singh Sukhuq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু আজ জানিয়েছেন, রাজ্য সরকার ফলভরা আপেল গাছ কাটার পক্ষে নয়। তিনি বলেন, “আমাদের সরকার এই গাছ কাটতে চায় না। আমরা চাই, এই গাছগুলোর নিলামের জন্য সময় পাওয়া হোক।”

সিমলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে তিনি উদ্যানপালন মন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং শীঘ্রই একটি বৈঠক ডাকবেন। তিনি আরও জানান, “উচ্চ আদালত আমাদের আবেদন শুনতে নারাজ। আমরা সুপ্রিম কোর্টে কখন এবং কীভাবে যাব, তা নিয়ে ভাবছি।”এই ইস্যুতে রাজ্যজুড়ে বিতর্ক শুরু হয়েছে। পরিবেশবাদী ও কৃষক সংগঠনগুলো মুখ্যমন্ত্রীর অবস্থানকে স্বাগত জানালেও ন্যায়িক প্রতিবন্ধকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ইঙ্গিত মিলছে, রাজ্য সরকার এই বিষয়ে বিকল্প আইনি পথ খুঁজছে।