মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে দুর্নীতি করেন হিমন্ত বিশ্ব শর্মা ! এবার গর্জে উঠলেন গৌরব গগৈ

কি বললেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ?

author-image
Debjit Biswas
New Update
himanta biswa sharmaq2.jpg

নিজস্ব সংবাদদাতা : আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন,''হিমন্ত বিশ্ব শর্মা মনে করেন যে, আসামের মানুষ এতটাই বোকা যে তারা তার বানানো অভিযোগগুলি বিশ্বাস করবে। তিনি আসামের মানুষের বুদ্ধি এবং জ্ঞানকে সম্মান করেন না।”

gourav gogai .jpg

এরপর তিনি বলেন,''হিমন্ত বিশ্ব শর্মা আসলে তার সরকারের দুর্নীতি এবং কীভাবে তিনি মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে তার পরিবারকে অবৈধভাবে সমৃদ্ধ করেছেন, তা লুকিয়ে রাখার জন্যই এই ধরনের মিথ্যা অভিযোগের গল্প তৈরি করছেন। তবে আসামের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে হিমন্ত বিশ্ব শর্মা যাই বলুক না কেন,আসামে এবার পরিবর্তন হবেই।''