BREAKING: নতুন আসামের অঙ্গীকার ! আসাম কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন গৌরব গগৈ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
Congress Flag ১

নিজস্ব সংবাদদাতা : এবার আসাম কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। তিনি বলেন,''আমি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং অন্যান্য নেতাদের প্রতি কৃতজ্ঞ, আমার কাঁধে এত বড় দায়িত্ব অর্পণের জন্য। আমার সাথেই অনেক জ্যেষ্ঠ সহকর্মী নতুন দায়িত্ব পেয়েছেন।''

gourav gogai .jpg

এরপর তিনি বলেন,''আগামী বিধানসভা নির্বাচনে আমরা একসাথে নতুন আসাম নির্মাণের অঙ্গীকার করলাম।”