এবার থেকে প্রতি মাসে ৩০০০ টাকা! বড় ঘোষণা মোদী সরকারের

মোদী সরকার দেশের কৃষকদের ৬০০০ টাকা পাঠায়। তবে এর পাশাপাশি আরও একটি প্রকল্প রয়েছে দেশের কৃষকদের জন্য। জেনে নিন এখানে।

author-image
Anusmita Bhattacharya
New Update
kisan

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের প্রকল্প আনা হয়েছে যার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কৃষকরা বছরে ৬০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এখনও পর্যন্ত ১৩টি কিস্তির টাকা কেন্দ্র দিয়েছে। ১৪তম কিস্তি খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তার আগেই আরও একটি সুখবর দেওয়া হল যেখানে কৃষকরা প্রতিমাসে ৩০০০ টাকা করে পেতে পারেন। কেন্দ্রের এই বড় সিদ্ধান্তে দেশের কোটি কোটি কৃষক উপকৃত হবেন।

প্রতি মাসে ৩০০০ টাকা এমন আর্থিক সহযোগিতা করা হবে মূলত প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার আওতায়। টাকা সরাসরি কৃষকদের কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কেন্দ্র সরকারের এমন প্রকল্পে যারা নাম নথিভূক্ত করতে চান তাদের আলাদা করে একটি ফর্ম পূরণ করতে হবে। এর জন্য যে প্রিমিয়াম লাগে সেটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা থেকে কেটে নেওয়া হবে। চাষীদের মাসে ৫৫ থেকে ২০০ টাকা অবদান হিসাবে রাখতে হয়। কৃষকের বয়স ৬০ বছরে পৌঁছে গেলে তখনই তাঁরা প্রতি মাসে ৩০০০ টাকা করে পেনশন পাবেন।