চাকরিজীবীদের জন্য GOOD NEWS! দ্বিগুণ হতে পারে টাকা

চাকরিজীবীদের জন্য দারুণ খবর। ১০০০ টাকার পেনশন ২০০০ টাকা হয়ে যেতে পারে। হ্যাঁ, এমন ভালো খবর আসতে পারে খুব তাড়াতাড়ি। আপনিও কি পাবেন? পুরো তথ্য জানতে পড়ুন বাকিটা।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
moneyn

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: EPFO এর পক্ষ থেকে বড়োসড়ো ঘোষণা চাকরি জীবীদের জন্য। প্রভিডেন্ট ফান্ড সংস্থা চাকরিজীবীদের পেনশনের টাকা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিতে পারে। পেনশনের ন্যূনতম পরিমাণ ১,০০০ টাকা থেকে ২,০০০ টাকা হয়ে যেতে পারে এর ফলে। কেন্দ্রীয় সরকার মূল বেতনের ১.১৬ শতাংশ পেনশনের জন্য দেয়। যেসব চাকরিজীবীরা EPFO এর অধীনে আছে তাঁদের বেসিক বেতনের থেকে ১২ শতাংশ করে টাকা প্রতি মাসে কাটা হয় এবং সেই টাকার থেকে ৮.৩৩ শতাংশ পেনশনে জমা দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে শ্রম মন্ত্রককে সেই পেনশনের টাকা আলাদা করে বানানোর প্রস্তাব দেওয়া হল এবার। বেশ কিছু সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রককে এই নিয়ে নানা প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবের ভিত্তিতে এই পেনশনের টাকা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। পেনশনের টাকা দ্বিগুণ করার সিদ্ধান্তের পাশাপাশি পিএফ- এর সুদের হারও নির্ধারিত হবে বলে জানা গিয়েছে।