দারুণ GOOD NEWS! মাসের শেষে মিলবে আরও বেশি পেনশন

একটা ভালো চাকরি, ভালো বেতন কিংবা চাকরি থেকে অবসর গ্রহণের পর ভালো পেনশন কে না চায়? এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের জন্য দিল একটা বড় খবর। তাড়াতাড়ি পড়ুন।

New Update
money2

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: সরকারি কর্মী হোক অথবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বা অন্য কোন বেসরকারি সংস্থার কর্মী, প্রত্যেকেই চান তাঁদের বেতন যেন বৃদ্ধি পায় অথবা মাসের শেষে পেনশন যেন বেড়ে যায়। চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বেতন বৃদ্ধি করা হয়। সেই রকমই এবার পেনশন নিয়ে ভালো খবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

জানানো হয়েছে যে ১ নভেম্বর ২০১৭-এর আগে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের বেসিক পেনশন ১.৬৩ ফ্যাক্টর দ্বারা সংশোধন করা হবে অর্থাত্‍ ১০০ টাকার বেসিক পেনশন ২০২৩ সালের জুন মাস থেকে ১৬৩ টাকার বেসিক পেনশনে সংশোধন করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রায় ৩০,০০০ অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পেনশন চার বছরের পার্থক্যে ১৩.৫৬ শতাংশ বেড়েছে। সংশোধিত পেনশন কার্যকর করা হবে ২০২৩ সালের জুন মাস থেকে।