বিরাট সাফল্য, বিমানবন্দরে ৬.৩ কোটি টাকার সোনা উদ্ধার!

মুম্বাই বিমানবন্দরে ৫ দিনে ৬.৩ কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
,mn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মুম্বাই কাস্টমস জানিয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে গত পাঁচ দিনে ৬.৩ কোটি টাকার সোনা, বৈদ্যুতিন সামগ্রী এবং বৈদ্যুতিন মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।

জানা গিয়েছে, মুম্বাই কাস্টমস জোন-৩-এর এয়ারপোর্ট কমিশনারেটের আধিকারিকরা বুধবার থেকে রবিবারের মধ্যে ১০.৬৮ কেজি সোনা ও অন্যান্য সামগ্রী পাচারের চেষ্টার অভিযোগে ২২টি মামলা দায়ের করেছেন। যাত্রীদের মধ্যে একজনের মলদ্বারে মোমের আকারে সোনার গুঁড়ো লুকিয়ে রাখা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে চেক-ইন ব্যাগ, হ্যান্ড ব্যাগ ও তালায় স্বর্ণ লুকানো ছিল। শুল্ক দফতরের আধিকারিকরা যাত্রীদের কাছ থেকে সোনার গয়নাও উদ্ধার করেছেন । গত পাঁচ দিনে বিভিন্ন ধরনের কসমেটিকসও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। 

Add 1