বড়সড় পরিবর্তন সোনার দামে! আজ কি হবে সোনায় সোহাগা?

এখন বিয়ের মরশুম চলছে। তাই সোনার দাম নিয়ে চিন্তায় রয়েছে পাত্র ও পাত্রীদের বাড়ির লোকজন। রোজ দামের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। আজ আবার কী পরিস্থিতি বাজারের?

author-image
Anusmita Bhattacharya
New Update
Gold

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দিন দিন ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। কেবল ভারতেই নয়- হলুদ ধাতুর রেকর্ড দাম বৃদ্ধি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যেও দেখা গেছে। দেখে নেওয়া যাক লেটেস্ট দামের আপডেট। 

আজ কলকাতায় সোনার দাম (১৮.০৭.২০২৩-মঙ্গলবার): 
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,১০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,১০০ টাকা।

গতকাল কলকাতায় সোনার দাম (১৭.০৭.২০২৩-সোমবার): 
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬০,০০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৫,০০০ টাকা।

আজকের মূল্যবৃদ্ধি: 
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যবৃদ্ধি ১০০ টাকা।