New Update
/anm-bengali/media/media_files/sQ20nKLiWT5Ai8vQjWOX.png)
নিজস্ব সংবাদদাতা: সোমবার ফের একবার সোনা ও রূপোর দামে বেড়ে গেল। পাশাপাশি, দেশীয় ফিউচার মার্কেটে সোনার দাম বৃদ্ধির সাথেই ট্রেড হয়েছে। ইতিমধ্যেই এমসিএক্স এক্সচেঞ্জে, ৫ জুন, ২০২৩ তারিখে ডেলিভারির জন্য সোনার দর সোমবার দুপুরে ০.১৭ শতাংশ বা ১০০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৫৩ টাকায় লেনদেন হল। সোনার দাম সোমবার দুপুরে ০.০৬ শতাংশ বা ৩৬ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৯,৫৯৬ টাকায় বিক্রি হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রেও সোমবার দুপুরে সোনা ও রুপোর দাম বেড়ে গিয়েছে।
রুপোর দামেও বৃদ্ধি দেখা গেছে। সোমবার বিকেলে ০.৩৫ শতাংশ বা ২৫২ টাকা বেড়ে প্রতি কেজিতে ৭১,৪৮১ টাকায় বিক্রি হল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us