নিজস্ব সংবাদদাতাঃ বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর কংগ্রেস নেতা ইভিকেএস এলানগোভান। তার কথায়, '' আমরা যদি ওখানে যাই, আমাদের আমিষ খাবার চাই। আমরা গোমাংস পছন্দ করি। তাই আমাদের আমিষ খাবার ও গোমাংস চাই। আমাদের জন্য খাবার তৈরি করতে ওদের দু'দিন সময় দেব। ''
/anm-bengali/media/post_attachments/f9109429c69f675fb46818f36d364a27bf2641b0adbe64813238d266329db8b5.jpg)
/anm-bengali/media/post_attachments/bc8c1414c82c2337f83d2508f549182f2ddb088e14195e6239846788b73f8795.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
' বিজেপি দফতরে গেলে গোমাংস খাব ', বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা
বেফাঁস মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর কংগ্রেস নেতা ইভিকেএস এলানগোভান। তার কথায়, '' আমরা যদি ওখানে যাই, আমাদের আমিষ খাবার চাই। আমরা গোমাংস পছন্দ করি। তাই আমাদের আমিষ খাবার ও গোমাংস চাই। আমাদের জন্য খাবার তৈরি করতে ওদের দু'দিন সময় দেব। ''