/anm-bengali/media/media_files/o0YEV8BCv32w1gvf5DmG.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: অযোধ্যায় রাম মন্দিরের 'প্রাণ প্রতিষ্টা'-এর জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত রাম মন্দির উদ্বোধনের দিনও স্থির করে দিয়েছেন। তবে এই বিষয়টিকে একেবারেই ভালো চোখে নিচ্ছে না বিজেপি বিরোধীরা। তাই এই দিন বিজেপির রামভক্তি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে দিলেন DMK নেতা TKS Elangovan।
এদিন তিনি বলেন, “আমি কী বলতে পারি? তারা ইতিহাসকে ধ্বংস করেছে এবং এটিকে পৌরাণিক কাহিনী দিয়ে প্রতিস্থাপিত করেছে। যে কোনো দেশেরই তার ইতিহাস নিয়ে গর্ব করা উচিত। ইতিহাস জানুন। রামের জন্ম পুরাণ, রামায়ণের গল্প পড়ুন। তাহলেই রাম সম্পর্কে জানতে পারবেন। কারোর কথায় প্রভাবিত হবেন না। তারা ইতিহাসকে পৌরাণিক কাহিনী দিয়ে প্রতিস্থাপন করতে চায়। বিজেপি সেটাই করছে। এই মানুষগুলো ক্ষমতায় থাকলে আমরা কী আশা করতে পারি? তারা রামভক্তিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তিনি রামের প্রতি আগ্রহী নন। বিজেপি রামকে গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করে না কিন্তু তাঁদের রাজনৈতিক লাভের জন্য রামের ব্যবহার করছে”।
#WATCH | On the invitation to PM Modi for 'pran pratishtha' of Ram Temple in Ayodhya, DMK leader TKS Elangovan says, "What can I say? They have demolished history and replaced it with mythology. Any country should be proud of its history, it should know the history. Ram's birth… pic.twitter.com/drTikUrlHD
— ANI (@ANI) October 26, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us