গোয়ায় ‘কোথি তীর্থ করিডর’ উন্নয়নে জোর

নতুন লজিস্টিক্স ও কর্মসংস্থান প্রণোদনা প্রকল্প অনুমোদন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-10 11.37.09 PM

নিজস্ব সংবাদদাতা: গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানিয়েছেন, আজকের মন্ত্রিসভা বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দিয়ার এলাকার ‘কোথি তীর্থ করিডর’ উন্নয়ন প্রকল্পে, যা সাবতো কোটেশ্বর পর্যন্ত সম্প্রসারিত হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান, মন্ত্রিসভা বৈঠকে ‘সেকেন্ড গোয়া স্টেট লজিস্টিক্স অ্যান্ড ওয়ার্ক ইনসেনটিভ স্কিম, ২০২৫’-এরও অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।