/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : গোয়ার উত্তর আরপোরা (Arpora) গ্রামে অগ্নিকাণ্ডে বিধ্বস্ত 'Birch by Romeo Lane' নাইটক্লাবকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কে এবার জমি দুর্নীতির নতুন অভিযোগ যুক্ত হলো। যে জমির ওপর ক্লাবটি তৈরি হয়েছিল, সেই জমির মূল মালিক বলে দাবি করা এক ব্যক্তি অভিযোগ করেছেন যে, কর্মকর্তাদের যোগসাজশে চুপিসারে তাঁর সম্পত্তির একটি অংশ 'লবণাক্ত জমি' (Salt Pan) থেকে 'বসতি অঞ্চল' (Settlement Zone)-এ রূপান্তরিত করা হয়েছে, যা ক্লাবটিকে অবৈধভাবে সুবিধা দিয়েছে।
জমির মূল মালিক প্রদীপ ঘড়ি আমনকর (Pradeep Ghadi Amonkar) দাবি করেছেন, তিনি ২১ বছর ধরে সুরিন্দর কুমার খোসলার (Surinder Kumar Khosla), যিনি ক্লাবের আরেক মালিক, বিরুদ্ধে আদালতে জমির অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করছেন। এই মামলার মধ্যেই তিনি নতুন এই দুর্নীতির বিষয়টি জানতে পারেন। তিনি বলেন,''চুপিসারে আমার জমিটি জোনিং পরিবর্তন করে দিয়েছে, আমাকে না জানিয়েই।"
![]()
তিনি আরও প্রশ্ন তোলেন: "একটি লবণাক্ত জমি কীভাবে বসতি অঞ্চলে রূপান্তরিত হতে পারে?" এই রূপান্তরের ফলে, পরিবেশগতভাবে সংবেদনশীল বা সংরক্ষিত অঞ্চলে বাণিজ্যিক কাঠামো তৈরি করা ক্লাবটির পক্ষে সম্ভব হয়েছিল। আমনকর জানান, চলমান মামলা সত্ত্বেও এই জোনিং পরিবর্তনের বিষয়ে তাঁকে কোনো নোটিশ দেওয়া হয়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us