গোবর চুরির দায়ে এবার জেলে যাবেন মুখ্যমন্ত্রী!

এবার উঠল গোবর কেলেঙ্কারির অভিযোগ।

author-image
SWETA MITRA
16 Sep 2023
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ ভোটমুখী ছত্তিশগড়ে নিয়ে বড় মন্তব্য করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant)। আজ শনিবার তিনি লালু প্রসাদ যাদবের প্রসঙ্গ টেনে এনে বর্তমান কংগ্রেস সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ের (Chhattisgarh)-এর রাজনন্দগাঁওয়ে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "এখানে আসার পরে আমি জানতে পেরেছি যে গোবর কেলেঙ্কারিও ঘটে। পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে লালু যাদব বছরের পর বছর ধরে জেলে ছিলেন। এখন সময় এসেছে আর একজনের জেলে যাওয়া। আমি মনে করি ভূপেশ বাঘেল এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার জন্য অবশ্যই জেলে যাবেন।‘