/anm-bengali/media/media_files/2025/08/28/screenshot-2025-08-28-1144-pm-2025-08-28-23-17-08.png)
নিজস্ব সংবাদদাতা: বিহারের দরভঙ্গায় ইন্ডিয়া জোটের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কটূক্তির অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। এই প্রসঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের ইন্ডি ব্লকের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত মাকে নিয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এটি ইন্ডি ব্লকের প্রকৃত মতাদর্শের প্রতিফলন, যা ভারতীয় গণতন্ত্রে কোনওদিনও ছিল না। এটি দেশের সমস্ত নারীর প্রতি অবমাননা।”
প্রমোদ সাওয়ান্ত আরও যোগ করেন, “দেশ এটি কোনওভাবেই মেনে নেবে না। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের দলের মতাদর্শই নারীদের অপমান করতে পারে। আমি গোয়া তথা সমগ্র দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে থাকার বার্তা দিচ্ছি। এই অপরাধ হাজার ক্ষমা চাইলেও ক্ষমাযোগ্য নয়।”
/anm-bengali/media/post_attachments/b950c0f1-798.png)
তিনি কংগ্রেস ও রাজদ-কে নিশানা করে বলেন, “তাঁদের কাছে রাজনৈতিক ইস্যু নেই বলেই এই ধরনের নীচস্তরের কথা ও মানুষকে রাজনীতিতে আনা হচ্ছে। এ ধরনের লোকেদের রাজনীতিতে থাকার অধিকার নেই। গোয়ার জনগণের পক্ষ থেকে আমি আবারও এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
রাজনৈতিক মহলের মতে, গোয়ার মুখ্যমন্ত্রীর এই অবস্থান বিজেপির সর্বভারতীয় কৌশলেরই অঙ্গ, যেখানে বিরোধী জোটকে রাজনৈতিক শালীনতার প্রশ্নে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।
#WATCH | Kothambi, North Goa | On a viral video purportedly showing derogatory remarks against PM Modi and his mother at an INDIA bloc event in Darbhanga, Goa CM Pramod Sawant says, "I condemn the words used by someone against the late mother of PM Modi, from the stage of Rahul… pic.twitter.com/9npIusjwtx
— ANI (@ANI) August 28, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us