BREAKING: শিক্ষায় ঐতিহাসিক মাইলফলক ! সম্পূর্ণ সাক্ষর রাজ্য ঘোষিত হল গোয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : শিক্ষায় এবার এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলো গোয়া। ৩৯তম গোয়া রাজ্য দিবসে গোয়াকে “সম্পূর্ণ সাক্ষর রাজ্য” হিসেবে ঘোষণা করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। তিনি বলেন,''জাতীয় শিক্ষানীতি ২০২০ ও শিক্ষাক্ষেত্রে আধুনিক উন্নয়নের মাধ্যমে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা আজ সফল হয়েছে।” গোয়ার এই অর্জন সমগ্র দেশজুড়ে শিক্ষাক্ষেত্রে এক নতুন অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

c