New Update
/anm-bengali/media/media_files/tesZJ5Lq1nkMLuiAoFHR.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: মেয়ের সঙ্গে ঝগড়া করার অপরাধে চরম শাস্তি পেলেন মা। মাকে খুনের পর মায়ের দেহ স্যুটকেসবন্দি করে থানায় হাজির হল মেয়ে। অপরাধ স্বীকার করায়, গুণধর মেয়েকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মাইকো লেকআউট থানায়। জানা গেছে যে অভিযুক্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা। বেঙ্গালুরুতে ফিজিওথেরাপিস্টের কাজ করত। সাংসারিক বিষয় নিয়ে প্রতিদিন মায়ের সঙ্গে ঝগড়া হত।
ধৃতের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু সোমবার ঝগড়া হওয়ার পর মাকে ঘুমের ওষুধ খাওয়ায় পেশায় ফিজিওথেরাপিস্ট মেয়ে। ঘুমে আচ্ছন্ন অবস্থায় মাকে ভারী বস্তুর আঘাতে খুন করে সে। দেহটি একটি স্যুটকেসবন্দি করে মেয়ে। দুপুর প্রায় ১টা নাগাদ স্যুটকেসটি নিয়ে মাইকো লেকআউট থানায় চলে যায় নিজেই। ধৃতের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us