ভোট দিয়েই মোদি ‘না’, গিরিরাজ স্মরণ করলেন বাজপেয়ীকে

সকাল সকালই বিহারের লক্ষীসারিতে ভোট দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi giriraj.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সকাল সাতটা থেকে শুরু হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ পর্ব। আর সকাল সকালই বিহারের লক্ষীসারিতে ভোট দিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ভোট দেওয়ার পরে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাই থেকে বিজেপি প্রার্থী, গিরিরাজ সিং বলেন, "আমি বিহারের ভোটারদের কাছে আবেদন করতে চাই যে তারা অবশ্যই যেন বাইরে গিয়ে ভোট দেয়৷ একটি ভোট অটল বিহারী বাজপেয়ীর সরকারের যেমন পতন ঘটাতে পারে। ঠিক তেমনিই প্রতিটি ভোট নরেন্দ্র মোদিকে ৪০০ টিরও বেশি আসন দিয়ে জেতাতে পারে। আপনার একটি ভোট দরিদ্রদের শক্তি দেবে”।

giriraj singhh.jpg

giriraj dsingh.jpg

Add 1