রাম মন্দিরের অনুষ্ঠানকে 'না', কংগ্রেসকে মরসুমী দলের তকমা মন্ত্রীর

কংগ্রেসকে নিয়ে বড় মন্তব্য মোদীর মন্ত্রীর। চমকে গেল দেশ।

author-image
SWETA MITRA
New Update
GIRIRAJ CONGRESS.jpg

নিজস্ব সংবাদদাতাঃ রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছে না কংগ্রেসের কেউ। আর এই নিয়ে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে। যদিও এবার এই ইস্যুকে ঘিরে কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)। "এই লোকেরা মরসুমী হিন্দু, যখন তারা মনে করে যে তাদের ভোট লাগবে, তখন তারা নরম হিন্দু হওয়ার চেষ্টা করে। জওহরলাল নেহরুর পর থেকে কংগ্রেসের কেউ অযোধ্যায় যাননি। কংগ্রেস নিজেই আদালতে মামলা মুলতুবি রাখার কাজ করেছিল, তাই অযোধ্যায় যাওয়ার নৈতিক শক্তি তাদের নেই।“