BREAKING: ভারতীয় নাগরিক ছাড়া কেউ ভোট দেবে না ! রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন গিরিরাজ সিং

কি বললেন গিরিরাজ সিং ?

author-image
Debjit Biswas
New Update
giriraj rahul.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ফের একবার রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন,''রাহুল গান্ধীর উচিত ভালো করে সংবিধান পড়া। যাঁরা ভারতের নাগরিক, ভারতে শুধু তাঁরাই ভোট দেবেন। আর যাঁরা নন, তাঁরা দেবেন না । এতে বিরোধীরা এত অস্বস্তিতে পড়ছেন কেন ? নির্বাচন কমিশন কখনও কোনও প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে মুছবে না। এই দেশবিরোধী রাজনীতি মানুষ আর বরদাস্ত করবে না।”

giriraj singhh rty.jpg