খুনের আশঙ্কা! আদালতের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন

গত ১৫ এপ্রিল আফজালের মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। একই সঙ্গে আতিক-আশরাফ হত্যাকাণ্ডের পর মুখতার আনসারিও হাজিরা দেওয়ার সময় খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন।

author-image
SWETA MITRA
New Update
security.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার গাজিপুরের (Ghazipur) এমপি-এমএলএ আদালত অপহরণ ও খুনের মামলায়  রায় ঘোষণা করবে। বিজেপি সাংসদ আফজাল আনসারি এবং গ্যাংস্টার মুখতার আনসারিকে গাজিপুরের এমপি-এমএলএ আদালতে হাজির করা হবে। গত ১৫ এপ্রিল আফজালের মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। একই সঙ্গে আতিক-আশরাফ হত্যাকাণ্ডের পর মুখতার আনসারিও হাজিরা দেওয়ার সময় খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আদালতের বাইরে নিশ্ছিদ্র নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।