নিজস্ব সংবাদদাতা : এবার ভারতকে নিয়ে এক বড় মন্তব্য করলেন জার্মানির বিদেশ মন্ত্রী জোহান ওয়েডেফ্যুল। তিনি বলেন,''ভারত মানেই আমাদের কাছে সম্পূর্ণ এশিয়া। জার্মানি এখন সম্পূর্ণ এশিয়াকেই ভারতের দৃষ্টিকোণ থেকে দেখছে।''
ওনার এই মন্তব্য ভারত এবং জার্মানির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন দিক তুলে ধরেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। জার্মানি এই বিষয়টি অনুধাবন করেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে আরও গভীর করতে চাইছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/18/20250704110f-e392d6ec-cb77-401b-9481-d1f194dfacf0-2025-07-18-16-53-23.jpg)
ওয়েডেফ্যুল আরও বলেন যে,''ভারতের অর্থনৈতিক ক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং জনসংখ্যাগত সুবিধা জার্মানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।''
ভারত মানেই আমাদের কাছে সম্পূর্ণ এশিয়া ! ভারতকে নিয়ে বড় মন্তব্য করলেন জার্মানির বিদেশ মন্ত্রী
কি বললেন জার্মানির বিদেশ মন্ত্রী ?
নিজস্ব সংবাদদাতা : এবার ভারতকে নিয়ে এক বড় মন্তব্য করলেন জার্মানির বিদেশ মন্ত্রী জোহান ওয়েডেফ্যুল। তিনি বলেন,''ভারত মানেই আমাদের কাছে সম্পূর্ণ এশিয়া। জার্মানি এখন সম্পূর্ণ এশিয়াকেই ভারতের দৃষ্টিকোণ থেকে দেখছে।''
ওনার এই মন্তব্য ভারত এবং জার্মানির মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি নতুন দিক তুলে ধরেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ভারত একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। জার্মানি এই বিষয়টি অনুধাবন করেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ককে আরও গভীর করতে চাইছে।
ওয়েডেফ্যুল আরও বলেন যে,''ভারতের অর্থনৈতিক ক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং জনসংখ্যাগত সুবিধা জার্মানির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে।''