/anm-bengali/media/media_files/2025/01/11/SG4VxVMji5UsknY4tz3O.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাম নবমীতে রাম লালার 'সূর্য তিলক'- এর প্রস্তুতি সম্পর্কে, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই দিলেন তথ্য। তিনি বলেন, "৬ এপ্রিল সকালে রাম লালার অভিষেক হবে। এরপর শৃঙ্গার করা হবে। নবমীর দুপুরে রাম লালার জন্মের সময়; তাই সেই সময়ে আরতি করা হবে এবং ছাপান্ন ভোগ নিবেদন করা হবে। একই সময়ে, চার মিনিটের জন্য রাম লালার সূর্য তিলক করা হবে। এটি বিশ্বব্যাপী সম্প্রচার হবে।
ভিডিও উৎস: শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র
#WATCH | Ayodhya, UP | On preparations for 'Surya Tilak' of Ram Lalla on Ram Navami, General Secretary of Shree Ram Janmabhoomi Tirtha Kshetra, Champat Rai says, "...On 6th April, in the morning, there will be 'Abhishek' of Ram Lalla. Following this, 'Shringar' will be done. Ram… pic.twitter.com/RlELBuDU6P
— ANI (@ANI) April 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us