“Gen Z মানে নতুন মানসিকতা — তারা মোদির সঙ্গেই আছে” — রাহুল গান্ধীর মন্তব্যের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু

“যে প্রজন্ম কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়েছে, তাদের নিয়ে রাহুল গান্ধীর কথা বলা মানায় না”।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-10-05 4.17.58 PM

নিজস্ব সংবাদদাতা: লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ইন্ডিয়ার Gen Z’ পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “রাহুল গান্ধীর Gen Z নিয়ে কথা বলা মানায় না। এই তরুণ প্রজন্মই তাঁদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।”

রিজিজু আরও বলেন, “Gen Z মানে নতুন চিন্তাধারা, নতুন প্রজন্মের মানসিকতা — যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে আছে। ভারতের Gen Z একদল, একপরিবারের হাতে দেশ চালানোর বিপক্ষে। তারা দুর্নীতির বিরুদ্ধে এবং অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার।”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “Gen Z-এর ক্ষোভ সেই পরিবারের বিরুদ্ধে, যারা নিজেদের স্বার্থে দল দখল করে রেখেছে। ভারতের Gen Z কংগ্রেস-বিরোধী মানসিকতা থেকেই উঠে এসেছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাহুল গান্ধীর সাম্প্রতিক Gen Z-উল্লেখ আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রচার কৌশলের অংশ, তবে বিজেপি এখনই পাল্টা সুরে তরুণ ভোটারদের বার্তা দিতে শুরু করেছে।