BREAKING: ধর্ম নয়, জীবনমূল্য শিক্ষা ! উত্তরাখণ্ডের সমস্ত স্কুল প্রার্থনায় বাধ্যতামূলক হল গীতাপাঠ

বড় ঘোষণা করলো উত্তরাখন্ড সরকার।

author-image
Debjit Biswas
New Update
Pushkar Singh Dhami

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের সমস্ত স্কুলের প্রার্থনা সভায় এবার ভগবদ গীতাপাঠ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল উত্তরাখন্ড সরকার। এই বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান,''গীতার জ্ঞান কেবল ধর্মীয় নয়, এটি নৈতিকতা ও জীবনমূল্য শেখায়। এটি ছাত্রদের উন্নত নাগরিক হতে সাহায্য করবে।” এরপর তিনি বলেন,''এই সিদ্ধান্ত কোনও একক ধর্ম প্রচার নয়, বরং ভারতীয় দর্শন ও জীবনদর্শনকে শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি  প্রচেষ্টা।”

pushkarsinghdh1.jpg